¡Sorpréndeme!

বেতন দিতে পারিনি তাই এসএসসিতে তিনবার নাম কাটা গেছে : অর্থমন্ত্রী | Jagonew24.com

2021-06-15 0 Dailymotion

শিশু-কিশোরদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমাকে অনুসরণ করো কিছুটা হলেও উপকৃত হবে। আমি স্কুলে বেতন দিতে পারিনি তাই এসএসসি পরীক্ষা দেয়ার আগে তিনবার খাতা থেকে নাম কাটা গেছে। তারপর গ্রামের মানুষ বেতন দিলে পরীক্ষা দেয়ার অনুমতি পেয়েছি। একইভাবে এইচএসসি পরীক্ষাতেও বেতন দিতে পারিনি। গ্রামের মানুষ বেতন দিয়ে সহযোগিতা করেছেন।’
বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.jagonews24.com/economy/news/529660

#অর্থমন্ত্রী
#Dhaka
#News